সিলেটের খবর ডেস্ক:কথায় আছে ভালোবাসা মানে না কোনো জাত-পাত কিংবা দেশ-সীমানা। ভালোবাসার টানে কতো কপোত-কপোতী যে পরিবার পরিজন ছেড়ে প্রিয় মানুষের হাত ধরে অজানার উদ্দেশে পাড়ি দিয়েছে তার ইয়ত্তা নেই। ফেসবুক এ কাজটিকে আরো সহজ করে দিয়েছে। এই অসংখ্য প্রেমিক-প্রেমিকার সঙ্গে যুক্ত হলো আরো একটি নাম কেভিন জেনিথ।
ভালোবাসার গভীর টানে সুদূর যুক্তরাষ্ট্র ছেড়ে সিলেট ছুটে এসেছেন এই মার্কিন তরুণ। শুধু ছুটে আসাই নয়, বিয়েও করতে চান সিলেটের সুনামধন্য সৈয়দা জামিলা বকুল জ্যেতিকে। জ্যোতি সিলেটের আম্বরখানায় বসবাসকারী। আর জেনিথ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রবাম লিং মেন্সিল ও ফ্রানাইস্কা গ্রথরিয়ামের ছেলে। জেনিথ জানান, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জ্যোতিকে দেখেই তার ভালোলাগা।
রোববার সন্ধ্যায় জেনিথ নিউজ রিপোর্টারদের এই তথ্য দেন।