মাইনুদ্দিন ম্যানশনে বন্ধুবৃত্ত টিম, ফুলেল অভ্যর্থনায় বরণ করে নিলেন আদিবা আহমেদ ও তার পরিবার

এসময়কার সবচাইতে জনপ্রিয় বন্ধুবৃত্ত টিম গতকাল গিয়েছিল বন্ধুবৃত্ত টিমের সাধারন সম্পাদক আদিবা আহমেদের বাসা দেওয়ানহাট মাইনুদ্দিন ম্যানশনে। এসময় তারা আদিবা আহমেদ ও তার পরিবারের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। শুরুতেই আদিবা আহমেদ ও তার সম্মানিত স্বামি জনাব মোহাম্মদ ইফরাত বন্ধুবৃত্ত টিমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ ব্যাপারে বন্ধুবৃত্ত টিমের সম্পাদক ওয়াহিদুর রহমান ইরফান জানান, “অনেকদিন পর বন্ধ পেয়ে বন্ধুবৃত্ত টিমের মিলনমেলায় আসতে পেরে আনন্দিত।” আদিবা আহমেদ ও তার পরিবার বন্ধুবৃত্ত টিমের সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। এই ব্যাপারে দলের সভাপতি রাকিব আহমেদ চৌধুরি জানান – “আদিবা আহমেদ ও তার পরিবারকে ধন্যবাদ এমন একটি সুন্দর আয়োজনের জন্য।” এসময় তিনি আদিবা আহমেদের রান্নার ভূয়সী প্রশংসা করেন। মধ্যাহ্ন ভোজের পরে দলের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক পাপড়ি হোসাইন ও সাজিয়া আফরিন সাথী গেম শো এর আয়োজন করেন। সকলেই এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গেম শো এর মধ্যে ছিল Dumb Charades ও Guess The Star এর মত মজার মজার গেম। এরপর বিকালে বন্ধুবৃত্ত টিম আদিবা আহমদের বাড়ির ছাদের ছাদ বাগান ও কবুতর খামার প্রদর্শন করেন। পরিশেষে বন্ধুবৃত্ত টিমের সকলেই একটি ভালো দিন উপহার দেয়ার জন্য আদিবা আহমেদ ও তার পরিবারকে কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *