রেকর্ড করলো “ওরা তিন” The Weed Lover বইটি | একদিনেই ১হাজার এর বেশি পিছ বিক্রি

রেকর্ড করলো ওরা তিন The weed LoVer
একদিনে বিক্রি ছাড়িয়ে গিয়েছে প্রায় ১হাজার পিছের ও বেশি। বই এর লেখক রায়হান রিফাত বলেন,,,
“”আমি ভাবতেও পারি নি মানুষ নেশা নিয়ে এত আগ্রহী, এত অল্প দিনে আমার বইটি এত জনপ্রিয় হয়ে উঠবে আমি বুঝতে পারি নি, আমাদের আরো ১০হাজার বই প্রিন্টিং এর কাজ চলমান রয়েছে””

আজ আমরা বই পড়া ও বই নিয়ে বিখ্যাত কিছু উক্তি ও বাণীসমূহ আলোচনা করব –

আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিক ভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ , নিকট থেকে দূরে , প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে । তাই দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই । শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন । আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক । বিনোদন থেকে শিক্ষা , অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর — সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে ।

১.”বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই।“— আর্নেস্ট হেমিংওয়ের

২.”ভাল বন্ধু, ভাল বই এবং একটি শান্ত বিবেক: এটি আদর্শ জীবন।“— মার্ক টোয়েন
৩.”যদি এমন কোনও বই থাকে যা আপনি পড়তে চান তবে এটি এখনও লেখা হয়নি তবে আপনাকে অবশ্যই এটি লিখতে হবে।” — টনি মরিসন

৪.”ভালো বই পড়া মানে গত শতাব্দীর
মহৎ লোকের সাথে আলাপ করা।“- দেকার্ত

৫.”বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মত।” -মার্কাস টুলিয়াস সিসারো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *