আজ সজীব নতুন জীবনে পদার্পণ করলো। মোঃ সজীব হোসেন এবং মোছাঃ তামান্না খাতুনের শুভ বিবাহ সম্পন্ন হলো। বিবাহ অনুষ্ঠানে সকল আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। বিবাহ অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। সকল আত্মীয় স্বজন তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় সেজন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন। বন্ধু ফরহাদ উপস্থিত না থাকতে পেরে দুঃখ প্রকাশ করেছে। ভিডিও কলে সজীবের জন্য শুভ কামনা জানাই। ফরহাদ বলেছেন,”আজ থেকে তোদের জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো, তোদের বিবাহ জীবনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।”
বন্ধু শিপন শুভকামনা জানিয়ে বলেন,”হে নবাগত দম্পতি! তোমাদের আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক। সবসময় এই কামনা করি।”
বন্ধু চন্দন শুভকামনা জানিয়ে বলেন, ” অনেক সুখী হ, একে অপরকে ভালোবেসে সারাজীবন অনেক ভালো থাক এটাই কামনা করি।বন্ধু রায়হান শুভ কামনা জানিয়ে বলেন,”বিষাদের কালো মেঘ যেন তোমাদের কখনো না ছুঁতে পারে নবদম্পতি! শুভেচ্ছা রইল। ”
বান্ধবী তনু সুলতানা শুভ কামনা জানিয়ে বলেন,”তোমাদের এই নব জীবন অনেক সুখের হোক। রংধনুর সাত রঙে রাঙিয়ে যাক তোমাদের এই সদ্য বিবাহিত জীবন, এই কামনা করি।
ভালো থেকো সবসময়।”