সুনামগঞ্জে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক যুবতী নারীর সাথে বিবাবে আবদ্ধ হলেন সুনামগঞ্জ জেলার ষোলঘরের কৃতি সন্তান আল-আমিন চৌধুরী নাসিম।
রবিবার (০৭ মে) ষোলঘর নিজ বাসা থেকে নাসিম (২০) কে রাহিম হক, শাহরিয়ার সালমান, আহমেদ নাফিস জিসান, সজীব ও কানন উদ্ধার করে ভোক্তভোগী সেই যুবতী নারীর সাথে বিবাহ করিয়ে দেন তারা।
বিভিন্ন সূত্রে জানা যায়, নাসিম ওই মেয়েটির সাথে ফেইসবুকে প্রেম করে। তারপর তাদের কথাবার্তা ও দেখা সাক্ষাৎ হয়। এর রকম কয়েকদিন যাওয়ার পর মেয়েটি ফ্যামিলি প্রবলেমে পরে নাসিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
তখন থেকেই নাসিম প্রতিদিন সুনামগঞ্জের লাভার পয়েন্ট (বক পয়েন্ট) আসা যাওয়ার সময় মেয়েটিকে ডিস্টার্ব করতো। তারপর একদিন রাহিম, সালমান, জিসান, সজিব, এগুলো দেখে থাকে হাতে নাতে ধরে মেয়েটির সাথে বিবাহে আবদ্ধ করে দেন।