রবিবার (০৭ মে) সুনামগঞ্জ সদরের উকিলপাড়া নিজ বাসা থেকে মেহেদী (২১) কে রিদোয়ান ও লাবিব নামক দুই বিশিষ্ট সমাজসেবক উদ্ধার করে ভোক্তভোগী সেই যুবতী নারীর সাথে বিবাহ করিয়ে দেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, মেহেদী এর ফেইসবুক ফ্রেন্ড লিষ্টে সুনামগঞ্জের আনাচে কানাচে এবং জেলার বাহিরে যতো মেয়ে আছে সব তার ফেইসবুক ফ্রেন্ড লিষ্টে সে রাখতো।
তাছাড়া মেহেদী প্রতিদিন নানা যায়গায় ঘুরতে যান, আর সেখানে গিয়ে ফটো উঠে ফেইসবুকে আপলোড করেন।
তার এই ফিট ফাট ছবি দেখে এক মেয়ে তার প্রতি আসক্ত হয়ে পাগল হয়ে যায়। তখন থেকেই শুরু হয় তাদের প্রেম।
কিন্তু প্রেম একটু গভীরে যাওয়ার পর মেহেদী ওই মেয়েটির ভালোবাসায় আসক্ত হয়ে যায়।
দুঃভাগ্য বশত মেয়েটির পারিবারিক সমস্যার কারণে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তখন থেকেই মেহেদী প্রতিদিন শহরের লাভার পয়েন্ট, বক পয়েন্ট,আসা যাওয়ার সময় মেয়েটিকে ডিস্টার্ব করতো। তারপর হঠাৎ একদিন রিদোয়ান ও লাবিব এগুলো দেখে তাকে হাতে নাতে ধরে মেয়েটির সাথে বিবাহে আবদ্ধ করে দেন।
তথ্যসুত্রঃ আলম ফ্যামিলি