সুরমা মার্কেটের পিছনে নারী চক্র আটক।

সিলেটের সুরমা মার্কেট! নাম করা এই মার্কেটের পিছনের গলিতে রয়েছে prostitute এর মেলা।আমরা গোপন সন্ধানে জানতে পারি এখানে প্রতিদিন সিলেটের শত শত যুবক এসে থাকে।আমরা নারী চক্রের একজন কে জিজ্ঞাসাবাদ করলে অনেক জনের নাম সামনে আসে।যার মধ্যে বেশির বাগ ছাত্র।নারী চক্রের সেই ব্যক্তির সাথে কথা বলে অনেক ছাত্র এবং ব্যবসায়ী দের নাম্বার আমরা পাই।আমরা যোগাযোগ এর চেষ্টা করলে কেউ ই কথা বলতে ইচ্ছুক পোষন করেন না।তদন্ত চালালে একজন এর নাম্বার এবং নাম তদন্তের মাধ্যমে বেড়িয়ে আসে,উনি পেশায় একজন ছাত্র উনার নাম সুলতান মাহমুদ তিহান,উনার Instagram আইডি তে রয়েছে ১০০ এর উপরে ফলোয়ার। আমরা তদন্ত করে আরো জানতে পারি উনি সিলেট, শিবগঞ্জ এলাকার বাসিন্দা। খুব তাড়াতাড়ি আরো অনেকের নাম সামনে আসবে এবং সবাই কে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *