এক এক করে সবগুলো বন্ধুর বিয়ে হয়ে যাওয়ায় কিছুটা হতাশায় ছিলেন ফরহাদ সাহেব। বিয়ে করতে ভয় পাচ্ছিলেন ফরহাদ সাহেব। তার নাকি বিয়ে করার ইচ্ছায় জাগতো না। তাই কাম শক্তি বাড়ানোর উপায় লিখে ইউটিউবে সার্স করে। সেখানে তিনি কাজু বাদাম, কিসমিস এটা সেটা দিয়ে পাওয়ার বাড়ানোর ঔষুধ তৈরি করে। এই ওষুধ খেলে নাকি বিয়ে করার ইচ্ছা জাগে। তিনি এখন থেকে নিয়মিত ওই ওষুধ বৈয়মে রেখে রেখে খাচ্ছেন। তার সাথে মুটোফোনে কথা বলে জানা যাই, বিয়ের জন্য তিনি সম্পুর্ণ প্রস্তুত। এখন শুধু সময়ের অপেক্ষা। অবিবাহিতবিভিন্ন বন্ধুদের এটি সেবন করার জন্য বাধ্য করছেন ফরহাদ সাহেব। এ বিষয়ে তার সাথে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান।