সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে। বয়স কম হওয়ার জন্য উক্ত নির্বাচনে মনোনয়ন পাননি উদীয়মান নেতা, তরুণ স্বেচ্ছাসেবক, তারুণ্যের আইকন, ২২ নং ওয়ার্ডের( উপশহর) আদনান আহমেদ মোহন। তবে তিনি থেমে যাননি। মনোনয়নপত্র না পেয়ে ২০২৮ সালের মেয়র পদে নির্বাচন করবেন বলে সরাসরি ঘোষণা দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ” স্মার্ট নগরী গড়ার লক্ষে আমি কাজ করতে চাই। এই জন্য আমার একটা স্বীকৃতি ধরকার। তাই কাউন্সিলর নির্বাচন করতে চাচ্ছিলাম, তবে আইনের কিছু বাধ্যবাধকতার জন্য তা সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আগামীতে আমি মেয়র নির্বাচন করবো, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি”।