আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর সবচেয়ে বড় কুরবানির হাট গাবতলীর হাট শুরু হয়েছে মাত্র তিনদিন হলো। এরই মাঝে দেশের বিভিন্ন এলাকা থেকে গরুর বেপারিরা এসে ভীড় জমিয়েছে তাদের গরু ছাগল নিয়ে। রাজধানীর আফতাব নগর এলাকার গরুর খামার থেকে এবার এসেছেন গরুর বেপারি ফয়েজ। সাথে নিয়ে এসেছেন সুফিয়া, রেজিনা, ফারহানা নামের বিভিন্ন রঙের গরু। রেজিনা এবং ফারহানা কে এখনও কোনো দাম না পাওয়া গেলেও কালা সুফিয়ার জন্য ধোলাইখালের লাল্লু কসাই এক লাখ টাকা দিতে চেয়েছেন৷ বেপারি ফয়েজ বলেছেন এই গরু প্রতিদিন জিম করে, ডায়েট করে। এই গরু এতো কমে উনি ছাড়তে রাজি নন।