পাত্রী চাই! কাচা মরিচের বাগানের মালিক নাফির জন্য পাত্রী চাই

সিলেট থেকে নিজস্ব সংবাদদাতাঃ সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের বাসিন্দা বাংলাদেশের সর্ববৃহৎ কাচা মরিচের বাগানের মালিক মুফসিনুল হক নাফি,বিয়ের বয়স পের হলেও ব্যবসায়িক ব্যাস্ততার কারণে বিয়ে করছেন না।বর্তমান বাজারে কাচা মরিচের কেজি ১হাজার টাকা,এই সুযোগটিকে কাজে লাগিয়ে তিনি বিয়ে করতে চান।এজন্য তিনি পাত্রী খুজছেন।তিনি বলেন,পাত্রী হতে হবে স্বশিক্ষিত, যাহাতে উনার সম্পত্তির উপর লোভ না যায়।তিনি আরও বলেন,তিনি ধনী মানুষ, তার মনমতো ও চাহিদাামতো যদি কোনো হৃদয়বান ব্যাক্তি পাত্রী মিলিয়ে দিতে পারেন, তাহলে তিনি নগদ ১লক্ষ টাকা পুরষ্কার দিবেন।
তাই যদি কেউ এরকম পাত্রী পান, তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন,০১৭১২৩৪৫৬৭৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *