বগুড়ার শেরপুর থানার বাসস্টান্ড থেকে ফেন্সিডিল সহ হানিফ সরকার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত হানিফ শেরপুরের মহিপুর এলাকার আবু সাঈদের বড় পুত্র।
শনিবার (২২ জুলাই) বিকেলে তাকে শেরপুর বাসস্ট্যান্ডে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান, উপ-পরিদর্শক রোকেয়া আক্তার, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে শেরপুর মডেল থানার মহিপুর মাদ্রাসার শেষ মাথায় আসামী আবু হানিফের ঘরে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় গ্রেপ্তার করা হয় আবু হানিফ কে।