বেকসুর খালাস পেলেন অস্ত্র মামলায় অভিযুক্ত ৪ যুবক।

অভিযোগের সত্যতা না পাওয়ায় রাষ্ট্রপক্ষের আরজিকে নামঞ্জুর করেছেন চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-১।শুনানি শেষে এই রায়ে খালাস দেওয়া হয়েছে সালমান খান(২০),তাহমিন হোসেন(২৬),আরশ আলি(২৬),আনোয়ার মিয়া(২২) কে।জানা যায় গত ১২ই ডিসেম্বর বাইপাস রোড সংলগ্ন এলাকায় দু পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার সময় ৬ রাউন্ড গুলি বিনিময় হয়,যার ফলে বাদী হয়ে মামলা করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *