সরকারি নূরুননাহার মহিলা কলেজ, ঝিনাইদহ এর সমাজকর্ম বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব মাহবুব আরা ম্যাডামের পি আর এল জনিত বিদায় উপলক্ষে অদ্য কলেজের সম্মানিত সহকর্মীরা বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: আবু তাহের স্যারের আহবানে মিলিত হন।
অনেকেই তাদের মনের ভাব প্রকাশ করেন। রা,বি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব বিলকিস আরা, প্রাণীবিজ্ঞান বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব আছিয়া ম্যাডাম, পদার্থবিজ্ঞান বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব মো আনিছুর রহমান সহ আরও বক্তব্য রাখেন জনাব আব্দুল মান্নান, সমাজকর্ম বিভাগের জনাব হারুন অর রশিদ স্যার, জনাব রফিকুল স্যার।
তার অবসর জীবন সুখময় হোক।