পুরুষ থেকে হিজড়া হয়ে যাওয়ার গল্প বললেন রাফি নামক এক যুবক

স্কুলে যাওয়ার আগেই রাফি বুঝেছিলেন তিনি আসলে একটি ভুল দেহে বড় হচ্ছেন৷ ছেলেদের সঙ্গে খেলাধুলা, দৌঁড়ঝাপ ঠিক তাঁর পছন্দ হচ্ছিল না৷ তাঁর বরং আগ্রহ ছিল পুতুল, অলংকার এবং মেক-আপ নিয়ে৷

আলী সেদিনের কথা স্মরণ করে এখনো হাসেন৷ পুরুষ নামক রাফি তিনি বহু আগেই বিসর্জন দিয়েছেন৷ বর্তমানে তিনি মেকআপ নেন,তাঁর হাঁটাচলা, কথা বলা সবই নারীর মতো

শুধু তাঁর দেহটাই এখনো পুরুষের রয়ে গেছে৷ রাফি নিজের দেহটাকে পুরোপুরি নারী করে নিতে অধীরে আগ্রহে অপেক্ষায় আছেন তিনি৷

তবে নিজের নারী পরিচয়ের ব্যাপারটা পুরোপুরি তাঁর পরিবারকে জানাতে বহুদিন ইতস্তত করেছেন রাফি৷ তিনি নিয়মিত হরমন নিচ্ছেন এবং তিনি দ্রুত পুরুষ হয়ে যাবেন বলে আশাবাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *