কে এই শাওন, তার বাসা রাজশাহীর বাগমারা উপজেলার আন্তগত দ্বীপনাগর গ্রামে। তিনি ছোট বেলা থেকে চট্রোগ্রামে বড় হলেও তিনি এখন দ্বীপনাগরের বাসিন্দা। গোপন এক সুএ থেকে পাওয়া, তাহার পিছনে নাকি ছেলেরা প্রেমের জন্য লাইন দিয়ে বসে থাকে, আর্মি, পুলিশ, সরকারি কর্মকর্তাও নাকি রয়েছে এই লাইনে। কিন্তু এই লেডি বাইকার সুন্দরী নাকি তার আংকেলের সাথে প্রেম করে, তার প্রেমিক এখন গ্রামীণ ব্যাংকে কর্মরত আছেন।