একটি হারানো বিজ্ঞপ্তি

আকরাম নামের একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ২৭ বছর

ছেলেটির গায়ের রং শ্যামলা, হালকা-পাতলা
স্বাস্থ্য, মাথার চুল : কালো ও মাঝারি, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৫.১১ ফুট। সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

আকরামের পিতার নাম: সোলাইমান । ঠিকানা – সাং:- উত্তর বালুচর, ডাকঘর:-সিলেট , থানা:-শাহপরান , জেলা:- সিলেট।

আকরাম গত ২১ই সেপ্টেম্বর ২০২৩ সকাল আনুমানিক ১০ টার দিকে বাসা থেকে কাউকে না বলে বের হয় তারপর থেকে ছেলেটি নিখোঁজ। ছেলে বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পায়নি।

হারানোর সময় তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ,সাদা টি-শার্ট ।

এ বিষয়ে শাহপরান থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ৭৭২১। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা : 01710058027

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *