আকরাম নামের একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ২৭ বছর
ছেলেটির গায়ের রং শ্যামলা, হালকা-পাতলা
স্বাস্থ্য, মুখমন্ডল: লম্বা, মাথার চুল : কালো , চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৫.১১ ফুট। সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
আশরাফুলের পিতার নাম: সোলেমান । ঠিকানা – সাং:- বালুচর ডাকঘর:-সিলেট , থানা:-শাহপরান , জেলা:- সিলেট।
আকরাম গত ২১ ই সেপ্টেম্বর ২০২৩ সকাল আনুমানিক ১০ টার দিকে কাউকে না বলে বাসা থেকে বের হয়। তারপর থেকে ছেলেটি নিখোঁজ। ছেলে বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পায়নি।
হারানোর সময় তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও টি-শার্ট।
এ বিষয়ে সিলেট শাহপরান থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ৭৭৬৪। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।