ঢাকা বিশ্ববিদ্যালয়, যা প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত। হাজারো ছেলে-মেয়ের স্বপ্ন এ বিশ্ববিদ্যালয় পড়ার। নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার। কিন্তু দুঃখের বিষয় হলো, বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে কিছু ছেলে মেয়ে মাদকের নেশা আসক্ত হয়ে পড়েছে। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী, সানজিদা এবং স্বাধীন মাদক নিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে গ্রেপ্তার হয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী।,রসায়নের উপর অধিকার জ্ঞান অর্জন করে, তারা বর্তমানে বিভিন্ন মাদকদ্রব্য তৈরি করছে। আর এসব মাদকদ্রব্য তারা লোকাল বাজারে সাপ্লাই করে। আপনারা সবাই এসব লোকের থেকে দূরে থাকবেন।