ভালোবাসার নতুন দৃষ্টান্ত তৈরি হলো সিরাজগঞ্জ জেলা সলংগা থানার রঙের বাজার নামক এলাকায়। যার রূপকার ছিলো একই ক্লাসের দুই বন্ধু কালিকাপুর বাসিন্দা মোঃ বেলাল হোসনে(২৩) এবং মোঃ রিদয় হোসেন (২৪) দুই যুবক। তারা একই সাথে প্রেমে পড়েছেন ৪৮ বছরের এক মহিলার। মহিলার পরিচয় জানা গেছে সোনেকা নামক সে মহিলা পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন। সেই মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছেন দুই বন্ধু।
এবং সোনেকা নামক মহিলাকে ছাড়া জীবন কাটাতে পারবেনই না বলেই জানিয়ে দিয়েছেন দুই যুবক। তা বলে দুই বন্ধু একই সাথে ৪৮ বছরের মহিলার সাথে এমন প্রেমে মুগ্ধ হবেন এটা অকল্পনীয় বলে জানিয়েছেন এলাকার লোকজন। এবং জানা গেছে সোনকার স্বামী, সন্তান, এমনকী নাতি নাতনিও রয়েছেন! তার সঙ্গে এভাবে প্রেমের পরিণতি কী? কিন্তু প্রেমে পড়লে পরিণতি নিয়ে অবশ্য ভাবতে নারাজ দুই যুবক। তারা এখন ওই বৃদ্ধার প্রেমেই কার্যত হাবুডুবু খাচ্ছেন। তাদের শেষ পরিনতি কি হয় জানানো হবে পরবর্তী নিউজে সাথেই থাকুন