রনয়, চেহারা দেখে মনে হয় একজন নিষ্পাপ ব্যক্তি। কিন্তু বাইরে দেখেই ভেতরের অবস্থা বোঝা যায় না। বাইরে সে অনেক ধার্মিক এবং ভালো একজন মানুষ। কিন্তু একাকি কোন নারী পেলে তার আসল চেহারা দিয়ে বেরিয়ে আসে। তাদের দিকে কুৎসিৎ অঙ্গ ভঙ্গিতে তাকিয়ে থাকে। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ল্যাবের অন্ধকার রুমে একজন নারীকে পেয়ে, ওই নারীকে অনেক হয়রানি করে ।
আপনারা এই লোককে (রনয়)বয়কট করুন। আর সকল নারী জাতিকে তার থেকে দূরে রাখুন।