সেই ছোট্ট বেলায় পড়েছিলাম এক জলপরার গল্প। গল্পটা পড়ে চোখের জলে বুক ভাসিয়েছিলাম। এত কান্নাই কেঁদেছিলাম সেই জলপরাটার দুঃখে যে আরেকটু হলে মনে হয় নিজেই আমি চোখের জলে সাগর বানিয়ে সেই সাগরে জলপরা হয়ে ভেসে যেতাম। বয়স বাড়ার সাথে সাথে একসময় বুঝতে শিখলাম জলপরা বলে হয়তো কিছু নেই, যা শুনেছি সবই মহাকাশীয় গল্প বৈ কিছু নয়। কিন্তু এই গল্প কিংবা মিথ যদি সত্যি প্রমানিত হয়, তখন আপনার শরীরের লোম দাঁড়ানোর মত অবস্থাই হবে, ভুল বললাম কিনা?
হ্যা বন্ধুরা, এরকম ই এক জলপরাকে দাপরিয়ে বেড়াতে দেখা গেছে শ্রীলঙ্ককার এক সুইমিংপুলে। সবাই ধারনা করছে হারামজাদা কাঠুরে তার জলপরীরে নিয়ে ভেগে যাওয়ায় সে তাকে খুঁজতে খুঁজতে পুলে চলে গেছিলো। ঠিক সে মুহুর্তে পাপারাজ্জিদের ওয়াটার রেসিস্ট্যান্ট আইফোন ১৪ প্রো ম্যাক্সের ক্যামেরায় বন্দী হয়েছেন এই সুদর্শন জলপরাটি!
-নিউজ ৪২০ ডট কম