অনিরুদ্ধ সাজ্জাদ, স্টাফ করেসপন্ডেন্ট:
এক হাতে লাইটারে জ্বলছে আলো, অন্য হাতে ক্যালকুলেটরে কোটি টাকার হিসাব। যেখানে ঘুমায়, সেখানে খায় আবার পড়াশোনাও করে। এমন এক বিচিত্র তরুণের সন্ধ্যান পাওয়া গেছে নজরুল বিশ্ববিদ্যালয়ে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ, মার্কেটিং বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ, মাথাভর্তি কোটি টাকার স্বপ্ন তার। নিজের ব্যবসায় শুরু করার লক্ষ্য নিয়ে এসে পড়াশোনা করছেন ময়মনসিংহ ত্রিশালের এই পাবলিক বিশ্ববিদ্যালয়টিতে। প্রতিদিন ল্যাপটপের খটর মটর কীবোর্ড আর ক্যালকুলেটরের শব্দে ঘুম ভাঙে তার রুমমেটদের। প্রতিদিনিই সে তৈরি করছে হাজার কোটি টাকার মার্কেটিং প্ল্যান আর ফাইনান্সিয়াল স্ট্যাটমেন্ট। হাল্টপ্রাইজ অনক্যাম্পাস রাউন্ডে বিজনেস আইডিয়া উপস্থাপন করে হয়েছেন সেমিফাইনাল রানার্স আপ। বর্তমানে কাজ করছে বাটা বাংলাদেশ মার্কেটিং প্ল্যান নিয়ে। কীভাবে অল্প টাকা বিনিয়োগ করে হাজার কোটি টাকার মুনাফা করা যায় সে পথ নিরূপনে দিন রাত্রি এক করে কাজ করে যাচ্ছেন তিনি।
কোটি টাকার হিসাব প্রসঙ্গে জনাব তানভীর আহমেদকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, একটা কোম্পানির মার্কেটিং প্ল্যান, ফাইনান্সিয়াল স্ট্যাটমেন্ট তৈরি করা খুবই কষ্ঠসাধ্য ব্যাপার। আমাকে একাই সবকিছু করতে হয়। তবে কোটি টাকার হিসাব করলেও দিনশেষে নিজের পকেটই থাকে ফাঁকা, যা খুবই দুঃখজনক।
এবিষয়ে এই বিচিত্র তরুণের রুমমেট এবং প্রত্যক্ষদর্শী জনাব মো. আসাদ ইসলামের বক্তব্য, বিষয়টা হচ্ছে শুয়ে শুয়ে কোটি কোটি টাকার স্বপ্ন দেখা সহজ, এমন স্বপ্ন আমিও দেখি। দেশ বিদেশে ঘুরিচ্চি, ঘুরে ফিরে টাকা উড়াইচ্চি, তবে এভাবে স্বপ্ন দেখলে তো হবে না। বাস্তবতায় আসতে হবে।
তবে কী এই বিচিত্র তরুণের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নাকি ঘোর কাটিয়ে বাস্তবতায় ফেরা উচিত? প্রশ্ন থেকে গেলো জনমনে।