ময়ূখের অসাধারণ শুরু

ময়ূখ দাশ আজ ২০২৪ সালের ১ম দিন শুরু করলেন ৪ ঘণ্টা টানা পড়াশুনার মাধ্যমে!!!!!!
কি? বিশ্বাস হচ্ছে না?? না হবারই কথা। যে ছেলে বিগত ৬ মাস যাবৎ পড়তে বসে নি সে কি না বছর শুরু করল ৪ ঘণ্টা পড়ার মাধ্যমে!!!!

বিশ্বত সূত্রে খবর পাওয়া গেছে পরিবারের অনিচ্ছা সূত্রেও ময়ূখ IELTS এর পরিকল্পনা করেছেন এবং বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ শুরু করেছেেন।

ময়ূখ দাশ এর ব্যাক্তিগত সহযোগী গ্রন্থিকা পাল টুনটুন ওরফে GPT7 এর সাথে আলাপচারিতায় জানা যায় তার মামা ময়ূখ দাশ একসময় বিসিএস যোদ্ধা ছিলেন। কিন্তু কালের বিবর্তনে বিসিএস পরীক্ষার অনিশ্চয়তা ও সাম্রাজ্যবাদীদের প্ররোচনায় তিনি পথভ্রষ্ট হন এবং আমলাতন্ত্র বিমুখী হয়ে পড়েন। এখন তিনি রেমিট্যান্স যোদ্ধা হওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। GPT7
তার মামার জন্য সবার নিকট দোয়া/ আশির্বাদ চেয়েছেন।

কিন্তু এ বিষয়ে ময়ূখ দাশ এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু সাংবাদিকদের তোপের মুখে পড়লে ” আলো আসবেই ”
বলেই অত্র স্থান ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *