সালামি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখাতে ইচ্ছুক শাবিপ্রবির ওয়াহিবুল নিহার মাসুম।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমার হরেক রকমের রেকর্ড দেখলেও এই প্রথম সালামি দিয়ে রেকর্ড গড়তে এগিয়ে এলেন মাসুম। মাসুম শাবিপ্রবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ছাত্র। মাসুম বলেন, “খেয়ে না খেয়ে, পানি পিপাসা লাগলে বেশি করে ওযু করতে যেয়ে পানি পান করে রোজা রেখেছি শুধু আত্মশুদ্ধির আশায়। এখন আমি একজন শুদ্ধ মানুষ হিসাবে টাকা পয়সা আমার কাছে মূল্যহীন।তাই আমি ঠিক করেছি এইবার আমি ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সবাইকে জনপ্রতি ১০০০টাকা করে সালামি দিয়ে গিনেস রেকর্ডে নাম লিখবো।আমি আপনাদের মাধ্যমে সবার কাছে এই মেসেজ পাঠিয়ে দিয়ে চাই যাতে বেশি করে আমার কাছে থেকে মানুষ সালামি নিতে পারে। ” এই বিষয়ে তার এক ব্যাচমেট এ.বি.এম নাহিদ বলেন , ” তার এই সালামি টাকা কোথায় থেকে আসলো এই বিষয়টা দুদকের খতিয়ে দেখা উচিত।” ঈদে সালামি দেওয়া একটি মহৎ গুন। সবাইকে মাসুম সালামি নিতে তার আইডি তে যোগাযোগ করতে বলেছেন। আইডি লিংক: https://www.facebook.com/wahibulnihar.masum?mibextid=ZbWKwL