আজ ২২ মে ২০২৪ আমাদের সকলের প্রিয় রুহুল আমীন ভাইয়ের ৫০তম মুসলমানী দিবস। তিনি অত্যান্ত আড়ম্বরপূর্ণ ভাবে দিবস টি পালন করলেন। গতকাল রাতে উপজেলা সমাজসেবা কার্যালয় পিরোজপুর সদরের সকল সহকর্মীকে দাওয়াত দেয়। তার ই অংশ হিসেবে ৪ জন নতুন সমাজকর্মী ও মাকসুদ ভাইসহ রুহুল আমীন ভাইকে শুভেচ্ছা জানাতে তার বাসায় আসি। রুহুল আমীন ভাইয়ের আতিথেয়তায় কোন ঘাটতি ছিলোনা। বিভিন্ন আইটেমের খাবার পরিবেশন করেন। মাকসুদ ভাই, সব গুলো আইটেম তৃপ্তি সহকারে খাইছে, খাইতে খাইতে ভুলেই গেছে যে খাওয়ার একটা লিমিট আছে, খাওয়ার এক পর্যায়ে তার পেটের ধারন ক্ষমতার বাইরে চলে গেলে তিনি অজ্ঞান হয়ে যাই। তিনি জ্ঞান ফিরলে জানান যে, অন্যের বাড়িতে খাইলেই নাকি তার অজ্ঞান হওয়ার অভ্যাস আছে। ইউনিয়ন সমাজকর্মী মনির সাহেব জানাই, মাকসুদ ভাইয়ের ১ প্লেট খাইতে খাইতে আমি ৩ প্লেট খাইতে পারি কিন্তু অজ্ঞান হওয়ার মত ঘটনা আমার ঘটে নাই আজও। আমার পেটে আমি একটা রিজার্ভ ট্যাংকি বানাই রাখছি। বেশি খাইলেও আমার কোন সমস্যা হবে না। আজকে আমি দাওয়াত খেলাম ২-৩ ওয়াক্ত না খাইলেও চলবে। ইউনিয়ন সমাজকর্মী সোহেল ভাই, তিনি খাইছে বেশি কিন্তু সবাইকে বোঝাতে ব্যস্ত যে বেশি খাই নাই। ইউনিয়ন সমাজকর্মী, আলমগীর ভাই দই খেয়ে বিশ্ব রেকর্ড গড়েেছন আজ রুহুল আমীন ভাইয়ের বাসায়। খাওয়া শেষে তিনি জায়গায় বসে ৩ প্লেট দই খাওয়ার পর লজ্জায় আর চাইতে পারে নাই। সবশেষে ইউনিয়ন সমাজকর্মী শিপন হোসেন বলেন, সবাই খাওয়া নিয়ে অজ্ঞান, রেকর্ড গড়লে হবে? আমরা যে রুহুল আমীন ভাইকে তার ৫০তম মুসলমানী দিবসের শুভেচ্ছা জানাতে এসেছি এটা ভুলে গেলে চলবে না। শেষে রুহুল আমীন ভাইকে মুসলমানী দিবসের শুভেচ্ছা ও প্রতিবছর দাওয়াতের প্রত্যাশা করে বিদায় নিয়ে চলে আসা হয়।