জানা যায় বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের বকুল ভাইয়ের কাছ থেকে ২ মণ আম ছিনতাই করে নিয়ে যান সাংবাদিক আলামিন। ছিনতাইয়ের সময় তিনি তার পরিচয় দেন ডিপজলের আপন ছোটভাই হিসেবে। ছিনতাইয়ের সময় সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মনির ভাই৷ তিনি কুতকুতি নিউজ বাংলাকে জানান সাংবাদিক আলামিনের আম দেখলে মাথা ঠিক না৷ এর আগেও তিনি খেতে খেতে ৮টি আম খেয়ে ফেলেছিলেন যার জন্য লোকাল থানায় সাংবাদিক আলামিনের নামে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো। থানার দায়িত্বরত কর্মকর্তা বলেছেন দ্রুত সময়ের ভিতর উনারা আসামীকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।