মোহাম্মদপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে ছাত্রলীগের নেতা দিহান ইসলাম অলিফকে ও গৃহবধূকে দুই দিন আটকে রেখে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ ওই গৃহবধূ দাবি করেন, টাকার জন্য এসেছিলেন ওই তরুণ। তাঁদের দুজনকে একই ঘরে দুই দিন আটকে রেখে মারধর করেছেন তাঁরা।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে তরুণের সঙ্গে ওই গৃহবধূকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের পুলিশে হেফাজতে রাখার খবর পাওয়া গেছে। তরুণটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।